বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু করে প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগন, সচিবগন ও পৌরসভার প্রতিনিধি। সভায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদে জন্ম মৃত্যু সনদ নিতে আসা সেবা গ্রহিতারা হয়রানী ও দ্রুত সময়ে সুবিধা পেতে সিদ্ধান্ত নেওয়া হয়।