বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্য্য উদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি,আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের সূচনা শুরু হয়। সকাল ৮টার দিকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা ,থানা পুলিশ,উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিএনপি’র এক অংশ ও সহযোগী সংগঠন,বাউফল প্রেসক্লাব,রিপোর্টাস ইউনিটি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এনজিও,সামাজিক ও সাংস্কৃতিক,বিভিন্ন পেশাজিবী সংগঠন সহ প্রমুখ। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুল না দিয়ে বেদিতে দাড়িয়ে শহীদদের রুহের মাকফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এরপর একই স্থানে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত পরিবেশনা ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন করেন,উপজেলা নিবার্হী অফিসার(ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।