1. [email protected] : Gk Russel : Gk Russel
 2. [email protected] : Nazrul Islam : Nazrul Islam
 3. [email protected] : pbangladesh :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

বান্দরবান সুয়ালক দারুল কোরআন ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসার অষ্টম বার্ষিক সভা

সংবাদদাতা :
 • আপডেটের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
 • ৩৭ বার দেখা হয়েছে

মো.ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর দারুল কোরআন ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসা (নূরানী একাডেমী, হিফজুল কোরআন ও এতিমখানা) ৮তম বার্ষিক সভা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ৮মার্চ শুক্রবার বাদে জোহর হতে গভীর রাত পর্যন্ত চলে বার্ষিক সভা। সভার প্রধান আকর্ষন হিসেবে তাকরির পেশ করেন আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দীন সাহেব প্রধান মুহাদ্দিস, গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স- মাস্টার্স) মাদ্রাসা। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ইউচুপ হেলালী সাহেব খতিব, সুলতানপুর জামে মসজিদ, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক, সুয়ালক বান্দরবান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সাহেব। প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আবুল হাশেম সাহেব পীর সাহেব, খলিফায়ে গারাংগিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রধান বক্তা মাওলানা ক্বারী মুজিবুল হক সাহেব খতিব, জজকোর্ট জামে মসজিদ, বান্দরবান পার্বত্য জেলা। সভয় বিশেষ অতিথি আব্দুল কুদ্দুছ সাহেব বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান, বান্দরবন সদর উপজেলা, বান্দরবান। উক্যানু মার্মা সাহেব চেয়ারম্যান সুয়ালক ইউনিয়ন পরিষদ। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন মাদ্রাসা সুপার সাহেদ হুজুর, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মাদ আলী, সহ-সভাপতি বান্দরবান সাংবাদিক সংস্থা (বাসাস), বিশেষ ওয়ায়েজীন আলহাজ্ব মাওলানা ইলিয়াছ আজাদ সাহেব সিনিয়র শিক্ষক বাজালিয়া হেদায়তুল ইসলাম সিনিয়র মাদ্রাসা।মাওলানা মোঃ শাহজাহান নুরী সাহেব খতিব, বাইতুল আমান জামে মসজীদ চন্দনাইশ।মাওলানা মোঃ মহিউদ্দীন সাহেব প্রধান শিক্ষক, অত্র মাদ্রাসা। মাওলানা মোঃ শাহজান সাহেব সহকারী মাওলানা, অত্র মাদ্রাসা। মাওলানা শহিদুল ইসলাম সাহেব সহকারী মাওলানা, অত্র মাদ্রাসা। সভায় বক্তারা বলেন, কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা সারা পৃথিবীর মানুষের নিকট পৌঁছাতে দীনি শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। সভায় প্রতিষ্ঠাতা সভাপতি বক্তব্যে বলেন,এই দীনি শিক্ষা প্রতিষ্ঠান আমার একার পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, এই দীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখতে হলে এলাকা বাসির পাশাপাশি দেশের ও দেশের বাইরের দানবীর প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বার্ষিক সভা ও দোয়া মাহফিলে আধুনিক বান্দরবান রুপকার সাবেক পার্বত্য বীর বাহাদুর উশৈসিং এমপি,ডক্টর নিজাম উদ্দিনের পিতা-মাতা,মরহুম কবির মেম্বার,মরহুম মাহবুব আলম, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস,অত্র মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আলী আকবর, মসজিদের জায়গা দাতা ছিদ্দিক আহমদ, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ইউসুফ হেলালী সাহেব,মাওলানা মোঃ ইলিয়াস আজাদ,মো:রমজান আলী (রঞ্জু),মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর,মাদ্রাসা পরিচালনা কমিটির সাংবাদিক মুহাম্মাদ আলী,মাদ্রাসা পরিচালনা কমিটির নতুন সভাপতি মোঃশাহরাজ, কমিটির মো: বশর,মালেক’সহ সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

নামাজের সময়সূচী

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:২২
 • ১২:০২
 • ৪:৩০
 • ৬:২৪
 • ৭:৪০
 • ৫:৩৭
শিক্ষা তথ্য পত্রিকার কোন লেখা, ছবি বা ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি