বিশেষ প্রতিনিধি : দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে হোন্ডা র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগ। নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন মিন্টু ও সহ-সভাপতি আলমগীর হোসেন এর নেতৃত্ব মহানগরীর বন্দর এলাকায় এই হোন্ডা র্যালিটি অনুষ্ঠিত হয়। রবিবার (৫ নভেম্বর) দুপুর ৩.৩০ মিনিটে বন্দর ২৫ নং ওয়ার্ডের তালতলা এলাকা থেকে শুরু করে ২৬ ও ২৭ নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করে হোন্ডা র্যালিটি পদক্ষিন করে। এসময় র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন,মনির হোসেন, নুর আলম সিদ্দিক, শাহাদাত, রেহান, রেজাউল হোসেন, শাহাজাহান, সাজু, রাসেল ভূইয়া, শেখ বিল্লাল হোসেন,যুবলীগ নেতা বাবুসহ প্রমুখ নেতাকর্মী বৃন্দ।