ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ঘটিকা লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর উদ্যোগ মোঃ মোস্তফা জাবেদ কায়সার (উপজেলা নির্বাহী কর্মকর্তা লামা) এর সভাপতিত্বে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,মোঃ মোস্তফা জামাল, সহকারী ভূমি কমিশনার এসএম রাহাতুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ মোঃ মাহাবুবুর রহমান,ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দীন, পিআইও মোঃ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস,ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সাচিং প্রু মার্মা,পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ রফিক, লামা থানা প্রতিনিধি, এস আই সাজ্জাত,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ প্রমূখ। সভায় আগামী ১৬ ডিসেম্বর-২০২৩ মহান বিজয় দিবসকে সামনে রেখে বিভিন্ন কার্যকরী ভূমিকা ও কোন কোন প্রতিষ্ঠান কি কি দায়িত্ব পালন এবং সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কমিটি গঠন ও অন্যান্য কার্যক্রম ও সিদ্ধান্ত সমূহ নিয়ে আলোচনা সভা করা হয়।