সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়নে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. মাছুম রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার সেকেন্ড অফিসার এসআই মো. মহসিন হাওলাদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীপ শিখা প্রমুখ। সভা শেষে এ উপলক্ষে পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) মো. মাছুম রেজার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ উপস্থিত ছিলেন।