হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃগত.নুরান নবী আজীবন বীর মুক্তিযোদ্ধা । মুক্তিযুদ্ধের উপর নির্মিত ঐতিহাসিক প্রামাণ্যচিত্রটি লন্ডনে প্রদর্শিত হয়ে গেলো যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে লন্ডন সিটির স্পাইস ট্রেইডার্স রেষ্টুরেন্টে গত ২৭ জুলাই ২০২৪,শনিবার প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। বাপসনিউজকে এসংবাদ দিয়েছেন সাংবাদিক খায়রুল আলম লিংকন । ছবি প্রদর্শনীর প্রথমে বাংলাদেশের ছাত্র রাজনীতি ও রাজনীতির বাস্তব চিত্র নিয়ে আলীমুজ্জামানের লেখা ‘চেতনায় কবিতা’র ভিডিও প্রদর্শিত হয়। ২১শে পদক প্রাপ্ত লেখক ও বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড.নুরান নবীর মুক্তিযুদ্ধে অংশ নেয়া ও তার বর্নাট্য কর্মজীবন নিয়ে নির্মিত ছবিটি দেখতে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের আমন্ত্রনে নতুন প্রজন্ম সহ কমিনিউটির বিভিন্ন শ্রেনী পেসার প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। ছবি প্রদর্শন পরবর্তীতে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আলীমুজ্জামানের উপস্থাপনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ড.নুরান নবী ছবি নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন। বর্তমান সময়ের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ধরনের প্রামাণ্যচিত্রের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বৃটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেনের প্রেসিডেন্ট কাউন্সিলর পারভেজ আহমেদ, রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের ডাইরেক্টর মোস্তফা কামাল, মাহমুদ হাসান এম বি ই, এডভোকেট শাহ ফারুক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সাংবাদিক মকিস মনসুর, আলী হাসান ও নতুন প্রজন্মের তানজিনা জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত দর্শক ও আয়োজকদের পক্ষ থেকে ড.নুরান নবীকে করোতালির মাধ্যমে অভিনন্দন ও ধন্যবাদ দেওয়া হয়।