মাটি মামুন রংপুর।গত ২৩/১১/২০২৩ রাত ৮ দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানায় কর্মরত কনস্টেবল মোঃ আবু তাহের,বিপি-৯০১১১৪৯২৫৮ ডিউটিরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয় এবং সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আইসিইউ সাপোর্ট এর প্রয়োজন দেখা দেয়ায় পরে সেখান থেকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়। সেখানকার চিকিৎসক তোফায়েল হোসেন ভুঁইয়া জানান যে তিনি স্ট্রোক করেছেন এবং তার ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি। উন্নত চিকিৎসার জন্য তারা তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় রেফার্ড করে।গত ২৪/১১/২০২৩ তারিখ ২:৩০ মিনিট এর সময় পরিবার সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।কর্মরত কনস্টেবল মোঃ আবু তাহের তিনি তিন সন্তান, স্ত্রী এবং এক বোন রেখে গেছেন। রংপুর মেট্রোপলিটন কমিশনার ও পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম পুলিশের সকল সদস্যের পক্ষ থেকে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।