1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
রাঙ্গার রাজত্ব শেষ, নতুন সম্পাদক রাজ: - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তামান্নার মেডিকেলে পড়ার সমস্ত খরচের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ায় রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পশ্চিম আইলপাড়ার তরুণ প্রজন্ম চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত বাউফলে শিক্ষার্থীর আত্মহত্যা জমকালো আয়োজনে কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন মুন্সিগঞ্জে এমন কোনো অত্যাচার নেই, যেটা ১৫ বছরে আ.লীগ করেনি: শহীদ দেশকে আমরা একটি সুখি, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই – রতন পূর্ব শত্রুতার জের ধরে হামলার শিকার ঝালবাড়ির আহম্মদ আলী শার্শায় উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দক্ষিণ জেলা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়ায় বিএনপি’র বর্ণাঢ্য আনন্দ মিছিল সমাবেশ

রাঙ্গার রাজত্ব শেষ, নতুন সম্পাদক রাজ:

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

মাটি মামুন রংপুর ব্যুরো: জেলা মোটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওয়াসিম বারী রাজ। ১৯৯০ সালের পর এই প্রথম মোটর মালিক সমিতিতে নেই জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পরিবহন সেক্টরের শীর্ষ নেতা রাঙ্গা এখন আত্মগোপনে। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দালনে হত্যাসহ কয়েকটি মামলা হয়েছে প্রভাবশালী এই সাবেক এমপির বিরুদ্ধে।  আগামী ১১ জানুয়ারি রংপুর জেলা মোটর মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট পদ রয়েছে ১৬টি। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। বাকি ৮টি পদে ভোট গ্রহণ হবে। ভোটার রয়েছে ২০৩ জন। বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হলেন সভাপতি শরিফুল আলম হিরু, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, যুগ্ম সম্পাদক মাহ্‌শিদ ফারহান জিহান, সাংগঠনিক সম্পাদক বহুলুল ইসলাম জেপলিন, সড়ক সম্পাদক মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সায়দুর রহমান ও দ্নর সম্পাদক কাশেম মৃধা। জেলা মোটর মালিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী জানান, শুক্রবার যাচাই-বাছাই শেষে সাধারণ সম্পাদককসহ ৮টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা মোটর মালিক সমিতি সূত্র জানায়, ১৯৯০ সালে সঞ্চিতা পরিবহন নামে একটি পুরাতন মিনিবাস কিনে রংপুর জেলা মোটর মালিক সমিতির সদস্য হয়েছিলেন রাঙ্গা। এর পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন। এরশাদকে মামা ও রওশন এরশাদকে মামী ডেকে আস্থাভাজন হয়ে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে তিনবার এমপিসহ একবার প্রতিমমন্ত্রীও হন তিনি। এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলা মোটর মালিক সমিতি নিজের আয়ত্বে নেন। পরে তিনি বাংলাদেশ সড়ক পরিবহনের প্রেসিডেন্টও হন। তাকে আইনের আওতায় আনতে সম্প্রতি জেনারেল কমান্ডিং অফিসার বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা রংপুর জেলার পক্ষে মোস্তফা সোহরাব চৌধুরী সাক্ষরিত সেই অভিযোগের অনুলিপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জেলা প্রশাসক, পিবিআই, দুদকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ‘১৯৯০ সালের পর থেকে এ পর্যন্ত মসিউর রহমান রাঙ্গা সিলেকশনের মাধ্যমে রংপুর জেলা মোটর মালিক সমিতিতে একটানা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। ফলে রংপুর থেকে সকল রুটের পরিবহনের চেইন তিনি তার বাহিনী দিয়ে তোলেন। সমিতিতে নামমাত্র টাকা দিয়ে সব তিনি আত্মসাৎ করেন। আর এভাবে প্রচুর টাকার মালিক বনে যান তিনি। আমেরিকা ও ঢাকায় একাধিক বাড়ি রয়েছে তার। এছাড়া রংপুর নগরীর গুপ্তপাড়া ও গঙ্গাচড়ায় বাড়িসহ নগরীর কয়েকটি মার্কেট ও নামে-বেনামে অঢেল সম্পত্তি আছে।’ নাম প্রকাশ না করার শর্তে রংপুর জেলা মোটর মালিক সমিতির একাধিক নেতা বলেন, রাঙ্গা এই সমিতি নিয়ে অনেক বাড়াবাড়ি করেছেন। তিনি নিজের প্রভাব খাটিয়ে যা ইচ্ছে তাই করতেন।  নবনির্বাচিত রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ বলেন, পরিবহন সেক্টরে রাঙ্গার সাম্রাজ্যের অবসান হয়েছে। আর কখনও গুন্ডামি, চাঁদাবাজিসহ কোনো ধরনের হয়রানি করতে দেওয়া হবে না। জুলাই-আগস্টের আন্দোলনের ফসল এই বাংলাদেশ। স্বৈরাচার ও দুর্নীতিবাজদের স্থান রংপুর পরিবহন সেক্টরে থাকবে না। এ ব্যাপারে মসিউর রহমান রাঙ্গার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি