হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) উদ্যোগে আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য ও আমাদের ভবিষ্যৎ (ওএলএইচএফ) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে রোয়াংছড়ি বাজারে বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মাননবন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (১১ অক্টোবর ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) প্রোগ্রাম ম্যানেজার সঞ্চয় মজুমদার, মাস্টার ট্রেনার সুইনুপ্রু মারমা। তহ্জিংডং প্রকল্প সমন্বয়কারী রমেশ তঞ্চঙ্গ্যা, একেএস প্রকল্প সমন্বয়কারী অংজাই উই চাক, গ্রাউস এর প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভানুজেশন অফিসার উমংসিং মারমা, প্রোগ্রাম অফিসার কাম ট্রেলার অন্তরা তঞ্চঙ্গ্যা, পিএফ মেগীএ মারমা ও মেলোরী বম সহ ৩০ কিশোরী ক্লাবের চাইংগাডং এবং বটতলী কিশোরী ক্লাবে কিশোর ও কিশোরীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।