রাকিব হোসেন মিলন, লক্ষ্মীপুরঃ- আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিয়াংকা দত্ত, মজুচৌধুরী হাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ আবু তাহের, কমলনগর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, জাতীয় মৎস্যজীবী সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড, নৌ-পুলিশ, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানা হয়, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করার হয়েছে।