ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’কে সপ্তাহ বারের মতো নির্বাচিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ ফাইতং ইউনিয়ন শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় ইউনিয়ন কৃষক লীগ আয়োজনে ইউপি হলরুমে। আলোচনা সভা উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবদুল ওহাব, প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান ও আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, প্রধান বক্তা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাউসার, বিশেষ অতিথি উপজেলা আওয়ামিলীগ দপ্তর সম্পাদক আজহা ত্রিপুরা, জেলা কৃষক লীগ সহ-সভাপতি কামরুল হাসান টিপু, সহসভাপতি ডাঃ বেলাল উদ্দিন, পৌর কৃষক লীগ সাধারণ সম্পাদক শফিকুল আলম, আওয়ামিলীগ সহসভাপতি মাহমুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, মহিলা আওয়ামিলীগ সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদা, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইসমাইলুল করিম,মহিলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক রুমি আক্তার, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগ নেতাকর্মী সহ প্রমূখ।অতিথিরা বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী’কে আবার নৌকা মার্কা ভোট দিয়ে সফল করা সকলের নৈতিক দায়িত্ব। যেহেতু প্রধানমন্ত্রী বান্দরবানের মানুষের জন্য অভাবনীয় যে উন্নয়ন কর্মযজ্ঞ করেছেন তার জন্য আমি সরকার প্রধানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কাজ সারাদেশের মানুষ ভোগ করছেন। তার দুরদর্শী চিন্তায় দেশে এতো উন্নয়ন হয়েছে। উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি নতুন করে স্মার্ট বাংলাদেশের যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি। তাই প্রধানমন্ত্রীকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়ন ও স্মার্ট রাষ্ট্র গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তারা আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও হলো একজন সেবক ও উদার রাষ্ট্র নায়ক। আওয়ামী লীগ ও শেখ হাসিনার নিকট বাংলাদেশ এবং এদেশের জনগণ নিরাপদ। আর মানুষ যে আওয়ামী লীগের কাছে নিরাপদ এটি সবাইকে জানাতে চাই। আমাদের শেখ হাসিনার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নেতৃত্বে বান্দরবানে উন্নয়ন করছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে আমরা বদ্ধপরিকর। আমরা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার,মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং একজন নিবেদিত কর্মী, তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা ভোট চাই। জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও মন্ত্রী বীর বাহাদুর’কে সফল নেতৃত্বে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী’কে পূনরায় ক্ষমতা আনার জন্য সকলের কাছে দোয়া চান।