ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলার বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৩ পালিত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয় র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, সহকারী কমিশনার (ভূমি) লামা এস এম রাহাতুল ইসলাম, সাংবাদিক কামাল উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক স্মার্ট ছাত্রনেতা মোহাম্মদ শাহীন, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ সহ লামায় বিভিন্ন স্থরের জনসাধারণ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। জাতীয় সড়ক দিবস কে যথাযত গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সড়ক দূর্ঘটনা রুধে গাড়ীর মালিক, শ্রমিক চালক পথ চারি সকলের সচেতনতা প্রয়োজন, জনসচেতনতা না বাড়ালে সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাবে, সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক অনেক বেশী, সড়কে দুর্ঘটনা রুধে মালিক পক্ষ কে বাস/ট্রাক চালকদের বেতন বাড়াতে হবে। চালকদের বিশ্রাম করার জন্য সময় নির্ধারণ করতে হবে, অতি মুনাফার আশার বেশী ট্রিপ মারা থেকে বিরত রাখতে হবে। নিরাপদ সড়ক আমাদের সকলের কাম্য। আসুন আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন হতে আহবান করি।