ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানের তথ্য অফিস লামার আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ( প্রচার ও সমন্বয় )হাসিনা আক্তার ভার্চুয়ালি প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের সভাপতি তানফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাপ্পী দাশ, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহ প্রমূখ ।