সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন এনডিসি, পিএসসি, পিইঞ্জিনিয়ার। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই সমাবেশে আবুল হোসেন দলীয় নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে যোগদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মস্তফা সিকদার, দশমিনা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম হিরন, দশমিনা উপজেলার অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ এসোসিয়েশনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সরোয়ার কামাল, আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মুন্সি, আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান পলাশ, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফরিদ উদ্দিন প্রমুখ।
এর আগে ওই দিন সকালে আবুল হোসেন গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়, নিজ হাওলা মাধ্যমিক বিদ্যালয় ও মানিক চাঁদ দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে মতবিনিময় করেন। এ সময় ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও সভাপতি শওকত হোসেন ভুলুসহ গলাচিপা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে আবুল হোসেন বলেন, ‘আমাদের যা কিছু অর্জন সবই বঙ্গবন্ধুর জন্য হয়েছে। বঙ্গবন্ধু আমাদেরকে দিয়েছেন স্বাধীনতা। তাঁরই সুযোগ্য কন্যা, বিশ্ব মানবতার জননী, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের। দেশে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ বিশ্বে বিস্ময়। শেখ হাসিনা সরকার শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষক-শিক্ষার্থীদের নানাবিধ সুযোগ-সুবিধা দিয়েছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আমি শেখ হাসিনা সরকারের এই উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে এলাকার স্বার্থে কাজ করতে চাই। নৌকার কান্ডারী হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা সৃষ্টিতে কাজ করতে চাই। এলাকায় আইনের সু-শাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন ভৌত অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, ড্রেজিং এর মাধ্যমে নদী শাসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধে ভাটির দেশের বানভাসি মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ সময় আবুল হোসেন শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি তথা আন্তর্জাতিক মহলে সুনাম অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করার উপদেশ দেন। এছাড়া বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।’