কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পুজার আজ মহা অষ্টমী। শাঁখ,উলুধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত হচ্ছে পটুয়াখালীর কলাপারা উপজেলার পুজা মন্ডপগুলো। ষেড়শ পচারে দুর্গতি নাশিনী দেবীর আরাধনা শেষে আসুরিক শক্তির বিনাশ ও বিশ্ব শান্তি কামনায় দেবীর অঞ্জলী প্রদান করেন ভক্তরা। এসময় অঞ্জলী প্রদানের মাধ্যমে নিজেদের পাপ থেকে মুক্তি ও মনোবাসনা ব্যক্ত করেন ভক্তরা। দেবী দুর্গা ধরায় এসে সকল দুর্গতি নাশ করবেন এমনটাই মনে করেন তারা। কলাপাড়া জগন্নাথ আখরাবাড়ি দুর্গাপূজা উজ্জাপন কমিটির সভাপতি টিংকু মূখার্জ জানান, আমাদের হিন্দু ধর্মাবলম্বীর সব বড় পূজা দূর্গাপূজা। আমরা দূর্গামায়ের কাছে সমগ্র মানবজাতীর মঙ্গল কামনা করি। মহিপুর দুর্গাপূজা উজ্জাপন কমিটির সভাপতি কিরন বলেন, আমরা সুন্দর ভাবে আমার ধর্মীয় দূর্গউৎসব পালন করছি।আমাদের এ উৎসব সকলের জন্য। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রত্যেক পূজামন্ডপে সিসি ক্যামেরস লাগানে আছে।কলাপাড়া থানা ও মহিপুর থানা প্রশাসনসহ আনসার প্রতিটি পূজামণ্ডপে নজরদারি করছে।