তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলিভিত্তিক পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক। সোমবার (১২ আগস্ট) সকালে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে বদলিভিত্তিক পদত্যাগের ঘোষণা দেন তিনি।
জানা গেছে, সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পাশাপাশি রাজশাহী কলেজ যেনো রাজনীতি মুক্ত থাকে সেই দাবি জানান তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের বদলিভিত্তিক ঘোষণা দেন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক।
তবে বদলিভিত্তিক পদত্যাগের কারণ হিসেবে রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক খালেক নিজেকে অসুস্থ দাবি করেন। এমতাবস্থায় তার পক্ষে এতো চাপ নেয়া সম্ভব নয় জানিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাকে অন্য কোথাও শুধুমাত্র শিক্ষক হিসেবে পদায়নের আবেদন করেন।