শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:মাগুরার শ্রীপুরে রোববার রাতে হাজারো গুরু ও ভক্তের উপস্থিতির মধ্যেদিয়ে শেষ হলো ঘাসিয়াড়া রাজবংশী পাড়া মন্দির প্রাঙ্গণে ৪ দিনব্যাপী ৪৭তম ৪০ প্রহর ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান। নামযজ্ঞানুষ্ঠানে বসে জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীগোষ্ঠীরা বিরামহীনভাবে হিন্দু ধর্মীয় গান পরিবেশন করেন। ষোলকালীন লীলা কীর্তন পরিবেশন করেন মানিকগঞ্জ জেলা থেকে আসা শ্রী শ্রী গোপাল জিউ সম্প্রদায়ের কীর্তানীয়া অনিমা সরকার, সাতক্ষীরা থেকে আসা শ্রী রাধা গোবিন্দ সম্প্রদায়ের কীর্তানীয়া শ্রীমতি সুলতা মল্লিক ও নওগাঁ থেকে শ্রী শ্রী রাধাগোবিন্দ সম্প্রদায়ের অনুরাধা মহন্ত। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক (গাইনি) ডা. তপন কুমার রায় ও অতিথি অ্যাপায়নে ফার্মাস্টিট মৃদুল কুমার সাহা।