শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি মোঃ সাকিব খান:পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার চর মহেশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “দেশীয় প্রজাতির গাছ লাগানোর গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের জেলা কমিটির সদস্য শেখ মুজাহিদ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধনী বক্তব্য চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা শাখার সদস্য সচিব এইচ এন কামরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাগুরা জেলা শ্রীপুর উপজেলা আমার নিজের জন্মস্থান। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য নিয়মিত সবুজ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরতে আমরা সব সময় তৎপর। “গাছ লাগান, জীবন বাঁচান” স্লোগানকে সামনে নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি সবাইকে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, নিয়মিত সবুজ আন্দোলন মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আগামীতে সবুজ বাচাও ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। আজকে আমরা দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ লাগানোর পাশাপাশি পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে সবাইকে আহ্বান জানাচ্ছি। আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার সরকার, সহকারী শিক্ষক কল্পনা রানি বিশ্বাস, নির্মল কুমার সরকার, আনিসুর রহমান, আমিরুল ইসলাম, বাবুল কুমার লক্ষণ চন্দ্র, অভিভাবক সদস্য ইউনুস আলী শেখ, ল্যাব সহকারি নাজমুল ইসলাম। এছাড়াও আরেকটি বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার সরকার, সহকারী শিক্ষক কল্পনা রানি বিশ্বাস, নির্মল কুমার সরকার, আনিসুর রহমান, আমিরুল ইসলাম, বাবুল কুমার লক্ষণ চন্দ্র, অভিভাবক সদস্য ইউনুস আলী শেখ, ল্যাব সহকারি নাজমুল ইসলাম। এছাড়াও আরেকটি বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বৃক্ষরোপণ কর্মসূচিতে নিম, আম, কাঁঠাল, বেল, জলপাই, পেয়ারা গাছ বিতরণের পাশাপাশি বিদ্যালয়ের প্রাঙ্গণে রোপন করা হয়।