মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র বাস্তবায়নের বড়বিলা মাঠের রাস্তায় ২ হাজার ৮’শ আম গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল আম গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাজী আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি জানান, বড়বিলা মাঠের রাস্তায় কয়েক ধাপে ২ হাজার ৮’শ আম গাছের চারা রোপণ করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি কৃষক ও পথচারীরা বিশ্রাম নিতে পারবে। মানুষ ও পশুপাখি আমগুলো খেয়ে বাঁচবে।