1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : Nazrul Islam : Nazrul Islam
  3. [email protected] : pbangladesh :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নৌকা পেলে পাশ এ ধারণা ভুল প্রমাণ করবে পটিয়াবাসী- এম এয়াকুব আলী নোঙ্গর মার্কায় ভোট দেওয়ার আহবান  তিতাসে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ৮ মেধাবী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ অভিভাবক সমাবেশে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল’কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় খুলনা -১এর স্বতন্ত্র প্রার্থী ড, প্রশান্ত কুমার রায় মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তারাকান্দায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু শ্রীপুরে মোঃ আলী( ১০) নামে ছেলে নিখোঁজ ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত ২০ তারাকান্দায় দুই ছাত্রীর নিখোঁজের অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবক অটক করেছে পুলিশ মধুপুরে ৪ জনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা চট্টগ্রাম- ১২ পটিয়া আসনের এমপি প্রার্থী শিল্পপতি এম ইয়াকুব আলী- পরিবর্তন ও সুশাসন নিশ্চিত আধুনিক পটিয়া গড়ার অঙ্গিকার

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মনোনীত হলেন এসআই সুমন মিয়া

সংবাদদাতা :
  • আপডেটের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২১ বার দেখা হয়েছে

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃটানা দুইবার দুই জেলায় শ্রেষ্ঠ হলেন বিচক্ষণ এসআই(নিঃ) মোঃ মেহেদি হাসান সুমন মিয়া। পুলিশের চাকরিতে যোগদানের পর থেকেই সুনামের সাথে দেশ ও জনগণের কল্যাণে পুলিশের কার্যক্রমের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক ও পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান করেছে। বিভিন্ন সময় স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দিরে হাজির হয়ে সচেতনতা মূলক আলোচনা সভায় অংশ গ্রহন করে নানান ভুমিকা পালন করে যাচ্ছেন তিনি। প্রায় ১০ বছর ধরে বিভিন্ন থানায় কর্মরত থাকা অবস্থায় তার অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে নানান সুনাম অর্জন করে পেয়েছেন নানান সম্মান নাও। “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ইং উপলক্ষ্যে ২য় বার ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হন ফুলপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মেহেদী হাসান সুমন মিয়া।
গত ৪ নভেম্বর শনিবার দুপুরে মাল্টিপারপাস শেডে সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, ময়মনসিংহ জেলা মহোদয়ের সভাপত্বিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক এবং মোঃ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার) পিপিএম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের স্বাক্ষরিত সার্টিফিকেট আনুষ্ঠানিকতার মাধ্যমে উনার হাতে তুলে দেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অভিভাবক সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), মহোদয়। রেঞ্জ ডিআইজি মহোদয় তার বক্তব্যে নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ-জনগণ কাঁধে কাধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এসআই (নিঃ) সুমন মিয়া বলেন, এটা নিয়ে আমি ২য় বার জেলার শ্রেষ্ঠ হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২২ সনে শেরপুর সদর থানার সেকেন্ড অফিসারের দায়িত্বে থাকাকালীন শেরপুর জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়ে মাননীয় পুলিশ সুপার, জনাব মোঃ কামরুজ্জামান, বিপিএম মহোদয় এর হাত থেকে সম্মাননা স্মরক গ্রহণ করি। এবার ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়েছি। আমাকে সম্মানিত করায় সবার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে বিপিএম মহোদয় সহ সংশ্লিষ্ট সকল স্যারদের ও সহকর্মীদের কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি জনগণের বন্ধু হয়ে বর্তমান ফুলপুর থানায় কর্মরত আছি। সবাই আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন সেই আশা ব্যাক্ত করছি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ; জনাব এহ্তেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা; জনাব এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ; জনাব অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ; জনাব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ময়মনসিংহ; জনাব অমিত রায়, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, ময়মনসিংহ সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং এর নেতা ও সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭
শিক্ষা তথ্য পত্রিকার কোন লেখা, ছবি বা ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি