সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার সংলগ্ন স্টেডিয়ামে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মফিজুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ। দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম। ফুটবল টুর্নামেন্ট খেলায় দুটি দল অংশগ্রহন করেন।