নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট সেতুটি এখন ঝুঁকিপূর্ণ। এটির সংস্কারকাজের জন্য সকাল-সন্ধ্যা ২০ দিন যানচলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। খোঁজ নিয়ে জানা গেছে, সোনাহাট সেতুটি অনেক পুরোনো হওয়ায় বিভিন্ন স্থানে পাটাতন ভেঙে গেছে। লোহার পাত খুলে গেছে। ফলে ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮৮৭ সালে নির্মাণ হওয়া সেতুটির আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ১০০ বছর। সে অনুযায়ী সোনাহাট সেতুর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। নড়বড়ে সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে ঘটতে পাড়ে বড় ধরনের দুর্ঘটনা। বন্ধ হয়ে যেতে পারে সোনাহাট স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম। এ কারণে সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।
স্থানীয় মনির হোসেন বলেন, ‘পাথরবোঝাই ট্রাক যাওয়ার সময় সেতুটি কাঁপে। সরু সেতু দিয়ে যখন একটি ট্রাক যায় তখন পাশ দিয়ে অন্য যানবাহন যাওয়ার জায়গা থাকে না। এতে সেতুর দুই প্রান্তে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্রিজ মেরামতের কাজ করলে পণ্য পরিবহনে কোনো সমস্যা হবে না। এরআগেও অনেকবার এভাবে সংস্থারকাজ করা হয়েছিল। তবে দ্রুত কাজটি শেষ করতে পারলে ভালো হবে। এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সেতুর প্লেটগুলো আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতেই সংস্কারের জন্য প্রতিদিন নির্ধারিত সময়ের জন্য সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সেতুর সব প্লেট খুলে কাজ করতে হবে। এতে সময় লাগতে পারে ১৫-২০ দিন। সংস্কারকাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলাচলের জন্য খুলে দেওয়া হবে।