পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি কাজী শাকিল সড়ক দুর্ঘটনায় ১মাস ২ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ইন্নালিল্লাহ—-রাজিউন। রবিবার দিবাগত রাত ১০টা ৪০মিনিটের সময় ঢাকা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪০বছর। মৃত্যুকালে তিনি মা-বাবা, ভাই, স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানা যায়, গত মাসের ১৫ তারিখ সকালে সরকারী আবদুর রশিদ তালুকদার কলেজ রাস্তায় ট্রাক ও মটরবাইকের মুখামুখি সংঘর্ষে গুরুতর আহত হন কাজী শাকিল। গরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
দীর্ঘ দিন চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মুগ্ধ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি না হলে গত বৃস্পতিবার লাইফ সাপটে রাখা হয়। রবিবার দিবাগত রাত ১০টা ৪০মিনিটের তার মৃত্যু হয়। সোমবার সকালে গ্রামের বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলা বাজার গ্রামে নিয়া আসা হয়। ওই দিন দুপুর ২টায় বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সর্বস্তরের জনসাধারন ও মুসল্লীরা জানাজা নামাজে উপস্থিত হয়ে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।