বন্দর প্রতিনিধিঃ নারায়নগঞ্জের বন্দর ঘাটে নৌকা পারাপারে ২ টাকা অতিরিক্ত টোল আরোপে ফুঁসে উঠেছে নেটিজেনরা। প্রতিদিন ৩-৪ লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারযোগে নদী পারাপার হন। সাম্প্রতিক সময়ে বারবার ট্রলার ডুবির ঘটনা, প্রাণহানী আর নতুন করে অতিরিক্ত টোল আরোপ—সবমিলিয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে।
সাম্প্রতিক সময়ে ঘাটে নৌকা ও ট্রলার পারাপারে নতুন করে অতিরিক্ত ২ টাকা টোল আরোপ করায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সাধারণ জনগণ এই টোল প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্যমতে, যেখানে ন্যূনতম নিরাপত্তা নেই, সেখানে টোল বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।
স্থানীয় সমাজকর্মী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরাও এ বিষয়ে সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে তারা বলেন, নৌকা পারপারে অতিরিক্ত ২ টাকা টোল আদায় কোনো ভাবে কাম্য নয়, সাধারণ জনগনের কথা চিন্তা করে সরকারের প্রতি আহ্বান যেন এটি পুনঃবিবেচনা করা হয়।
বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব জি.কে. রাসেল বলেন, নৌকা পারপারে অতিরিক্ত ২ টাকা টোল আদায় অত্যন্ত জুলুম। আমি এটা চরম বিরোধিতা করি। এতে উভয় এলাকার মানুষ সুবিধাভোগী হবে।
উপজেলা সিনিয়র সিটিজেন ফোরেমের সভাপতি আলহাজ্ব এড. মোঃ মতিউর রহমান মতিন বলেন, অতিরিক্ত টোল আদায় কোনভাবেই কাম্যনয়, যদি এটা সরকারি সিদ্ধান্ত হয়ে থাকে, গরিব দুঃখী যাত্রীদের কথা চিন্তা করে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যেন এটি পুনঃবিবেচনা করা হয়। আর যদি সরকারি সিদ্ধান্ত না হয়, তাহলে এটা অবৈধ ও সম্পূর্ণ বে’আইনি।
নাম প্রকাশে অনিচ্ছুক মাঝিরা জানান, শুধু জনগন না আমাদের উপরেও জুলুম চলছে, তারা প্রতি নৌকায় ১ বেলায় ১শ ৫০ টাকা টোল নির্ধারণ করেছে যা গত ৩২ বছরে আমরা দেইনি।
হিলফুল ফুজুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হুসাইন বলেন,নৌকা যোগে নদী পারাপারে ৫ টাকা থেকে ৭ টাকা ঘুনতে হচ্ছে। যা সাধারণ মানুষের সাথে নীরব জুলুমের শামিল। এটা ২৪’এর জুলাই স্প্রিটের সাথে সাংঘর্ষিক।
ফেসবুক ব্যবহারকারী সোহান নামের একজন বলেছেন, বন্দর ঘাটে সেতু না হলে কোথাও সেতুর প্রয়োজন নেই।
বন্দর ফ্রেন্ডস ক্লাবের এডমিন সজল সরকার বলেন, এ জুলুম করে কারা তাদের পকেট ভারি করছে সবার ভাবা উচিত। আমাদের এ অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত ২ টাকা টোল বন্ধ করার দাবি জানানো হয়েছে যাতে করে বন্দর অঞ্চলের মানুষের যাতায়াতে সহজতা আসে এবং জীবন ঝুঁকি হ্রাস পায়। তারা সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে অচিরেই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।