২৬ জুলাই বিকেলে নতুনধারা বাংলাদেশ এনডিবির ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক রুবেল আকন্দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিপুন মিস্ত্রী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম আল শাওন, কবি বিমল সাহা, মনোয়ারা আক্তার, আনোয়ার আকাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রাজপথে। অতিতে তৎকালিন সরকারের পৃষ্টপোষকতায় যে সব অন্যায় হয়েছে, সেই সকল অন্যায়ের পথ ধরে ৫ আগস্ট তাদের পতন হলেও নব্য ফ্যাসিস্ট দেশকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। চলমান সরকারের ব্যর্থতার কারণে আজ জাতি অর্থনৈতিকভাবে-সামাজিকভাবে ও সাংস্কৃতিকভাবে হুমকির মুখে পড়ছে।