স্টাফ রিপোর্টারঃ ২৯ জুন দুপুরে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপ রেলস্টেশনে নারায়ণগঞ্জ জেলার ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে- শতাধিক অসহায় পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আত্ম-মানবতার সেবায় মানবতার কল্যান বাস্তবায়নে অবহেলিত জনগোষ্ঠীকে- জনশক্তিতে রুপান্তরিত করা সম্ভব বলে মনে করেন এই বিএনপি নেতা জাকির খান।
তিনি আরো বলেন, অবহেলিত জনগোষ্ঠীর পরিবর্তন ব্যতীত রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। দলের সবাইকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান জাকির খান।
এসময় স্বপ্ন ছোঁয়া পথশিশু পাঠশালার প্রতিষ্ঠাতা হাইউল ইসলাম হাবীব প্রধানের সার্বিক আয়োজনে শতাধিক পথশিশু মাঝে রান্না করা খাবার বিতরন করা।