রয়েল দত্ত: মানবিক সংগঠন ‘স্বস্তিকা’র আয়োজনে বাঙালহালিয়া সনাতন ঋষি আশ্রমে অনাথ শিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবকে ঘিরে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর জন্য দেড় মাসের প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ, একবেলা উন্নত মানের ভোজন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। ২৯ আগস্ট শুক্রবার সকালে এসএসসি ১৯৯৪ ব্যাচের সনাতনী শিক্ষার্থীদের নিয়ে গঠিত মানবিক সংগঠন ‘স্বস্তিকা’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। স্বাগত বক্তব্য দেন শ্রীমৎ নির্বাণানন্দ ব্রহ্মচারী।
লাভলী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোমেন মজুমদার, শান্তুনু দাশ গুপ্ত, রুমা চৌধুরী, সুমা বিশ্বাস, সুজয় শৈবাল, বিশ্বজিৎ রায়, দীপেন চৌধুরী, সুমন গুহ, শিবলু দত্ত প্রমুখ। বক্তারা বলেন, ‘শারদীয় উৎসব শুধু আনন্দের নয়, এটি মানবিকতারও উৎসব। অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা ভবিষ্যতেও অনাথ ও বৃদ্ধাশ্রমে এ ধরণের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবো।অনুষ্ঠান শেষে আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজের হাতে সম্মাননা স্মারক ও অনাথ শিশুদের জন্য দেড় মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন সংগঠনের সদস্যবৃন্দ।