কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি। সারাদেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে মো. মামুন হাওলাদার (৪৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়ে। আটককৃত মামুন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও থানা যুবলীগের সদস্য। তিনি ওই এলাকার মৃত. আব্দুর রব হাওলাদারের ছেলে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে তাকে আটক করা হয়, নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।