তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ২৫শে ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১টায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার বওলা ইউনিয়নের কুমাবিল নামক এলাকায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছেন ব্যবসায়িকরা । পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে মোবাইল কোর্টের মাধ্যমে পুলিশ প্রশাসন নিয়ে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফারুক। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত তারা মিয়া নামের এক মাটি ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে বলেন, ফুলপুরের কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবে না।উপজেলা প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় প্রসাশনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।