নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে গণসংযোগ কালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দলীয় মুখপাত্র মোঃ রাশেদ প্রধান বলেছেন, নতুন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনীতি আমরা আর দেখতে চাই না। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ রাজনীতি করতে হবে। আবারও যড়যন্ত্র করে আওয়ামী লীগ মাঠে আসতে চায়। তারা গোপালগঞ্জে এনপিপির উপর হামলা করে তান্ডব চালিয়েছে। ফলে কথা পরিস্কার ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার পরিবারের কোন রাজনীতি বাংলার মাটিতে করতে পারবে না।
তিনি বৃহস্পতিবার বিকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে পথ সভায় বক্তব্য কালে এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল আলম শফিক ও আসাদুর রহমান খান, নরসিংদী জেলা জাগপার সাধারণ সম্পাদক শরীর আহমদ, মাহবুব আলম প্রমুখ। পরে তিনি নরসিংদী শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।