বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য ‘আমীর’ পদে আবারও নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (১ নভেম্বর) রাতে দলের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্য (রুকন) দের ভোটে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, পুরো প্রক্রিয়াটি সংগঠনের অভ্যন্তরীণ গঠনতন্ত্র অনুযায়ী সম্পন্ন হয়। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা টিম ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার সব কার্যক্রম তদারকি করে।
ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি পেশায় একজন চিকিৎসক এবং দীর্ঘদিন ধরে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন।
জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী দুই বছর (২০২৬–২০২৮) দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।