তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মানসিক ভারসাম্যহীন নারীর। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় উপজেলার শেরপুর টু ময়মনসিংহ মহাসড়কের শেরপুর রোড সংলগ্ন চেরাগ আলী রাইস মিল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খালেদা বেগম(৬০) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা (মুন্সিবাড়ী) গ্রামের মৃত হারুনুরশিদের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখনই শেরপুরগামী একটি অজ্ঞাতনামা বাস বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের ধাক্কায় তাঁর মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।
ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়।পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের বড় বোন হাজেরা খাতুন (৭০) বলেন, সে প্রায় ৩০/৪০ বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছে। সে বিভিন্ন জায়গা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতো। তাকে আমার বাড়ি আনোয়ারখিলাতে প্রায় ১০/১২ দিন পূর্ব থেকেই শিকলবদ্ধ করে রাখা হয়, সে কৌশলে আমাদের সকলের অজান্তে মঙ্গলবার সকাল বেলায় শিকল খুলে বাড়ি হতে বের হয়ে যায়। পরবর্তীতে লোকমারফতে সংবাদ পাই মহাসড়কের রাইস মিলের উত্তর পাশে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় আমার ছোট বোন খালেদা বেগম গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়। বাস আটকসহ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনার পর পরিচয় শনাক্ত করা হয়। পরে তার বড় বোন হাজেরা খাতুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন চলাচল প্রায়ই প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।