স্টাফ রিপোর্টারঃ- আমতলী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বনাঢ্য র্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা। সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম খায়রুল বাশার বুলবুল পতাকা উত্তোলন করেন, পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম খায়রুল বাশার বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, মেডিকেল অফিসার মোঃ সবুজ মিয়া, ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ, অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান সিকদার, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ নুহু-উল আলম নবীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এমএ হান্নান, প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন ও প্রভাষক বানী রানী শীল প্রমুখ।