আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ছোবহানের অবসর গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।সোমবার (৫ জানুয়ারি ২০২৬ ইং) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল হক খান বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ মো. মকবুল হোসেন খান, গুরদল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, গুরদল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আউয়াল, রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতালেব, হলদিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এবিএম ছোবহানের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রধান শিক্ষক এবিএম ছোবহান আবেগঘন বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।