আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলায় ইউনিক পরিবহন এর চাপায় মাওলানা মো. রেজাউল ইসলাম নামের এক মাদ্রাসা প্রভাষক নিহত হয়েছেন। তিনি গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা এবং আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। একইসাথে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, গুলিশাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায়, আমতলী উপজেলার উরশীতলা এলাকায়। জানা যায়, বিকেল ৫টার দিকে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর আয়োজনে “৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে বিজয় মিছিল শেষে নিজ বাড়িতে ফেরার পথে তিনি একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে কুয়াকাটাগামী ‘ইউনিক পরিবহন’ এর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ নেতাকর্মীরা আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের উরশীতলা অংশে অবরোধ সৃষ্টি করেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে প্রায় রাত ৯টা পর্যন্ত। এতে আমতলী থানার ঘটখালী থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সড়কে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
অবরোধকারীদের দাবি ছিল, দুর্ঘটনার জন্য দায়ী বাসচালক ও হেলপার কে দ্রুত আটক করতে হবে। পরে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান তাদের জানান, মহিপুর থানা পুলিশের সহায়তায় বাসচালক ও হেলপার কে আটক করা হয়েছে। এই ঘোষণার পরপরই অবরোধ তুলে নেওয়া হয়।
ইসলামী আন্দোলন আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি, প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, নিহত মাওলানা রেজাউল ইসলাম একজন জনপ্রিয় শিক্ষক ও সমাজ সচেতন নেতা ছিলেন বলে জানায় স্থানীয়রা।