আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে আমতলী উপজেলার গাজীপুর বন্দর থেকে এ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বরগুনা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতার নাম মো. আমিরুল (৩৪) সে উপজেলার গাজীপুর বন্দরের মস্তফা মাদবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার আমিরুলের বাড়ীতে একটি অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আমিরুল কে গ্রেপ্তার করা হয়। এঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এরপর আমতলী থানা-পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, মাদকব্যবসায়ীকে বুধবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কোর্টে প্রেরন করা হয়েছে।