রিপোর্ট, মো.নজরুল ইসলামঃ- আমতলী উপজেলা প্রেসক্লাবের সদস্য নিয়াজ মোরশেদ তনয় মোল্লা ও আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ মুহাম্মদ সুমন রশিদের কন্যা জুবায়রা আক্তার জান্নাতির অকাল মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগরিব বাদ আমতলী উপজেলা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়েছে। তনয় মোল্লা হলদিয়া ইউনিয়নের নান্নু মোল্লার ছেলে আমতলী উপজেলাকে প্রেসক্লাবের সদস্য ছিলেন ও জুবায়রা আক্তার জান্নাতি গুলিশাখালী মোক্তার আলী (সাবেক মেম্বার) বাড়ির ছেলে ও আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ মুহাম্মদ সুমন রশিদের বড় কন্যা। এ সভায় দুজনেরই পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন করেছেন। এতে উপস্থিত ছিলেন, কাজী মাওলানা মোঃ মিজানুর রহমান, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ খোকন, সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ মুহাম্মদ সুমন রশিদ, আমতলী উপজেলা প্রেসক্লাবের দ্বায়িত্ব পপ্ত সাধারণ সম্পাদক সজিব আহমেদ, সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ রাতুল, সদস্য সজীব চৌধুরী, সদস্য মোঃ আল জাবের ও শহিদুল ইসলাম শাওন প্রমুখ। আলোচনা ও দোয়া শেষে উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করা হয়।