স্টাফ রিপোর্টারঃ- বরগুনার আমতলী সাংবাদিক ক্লাবের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সময়ের সাহসী ও প্রতিভাবন সাংবাদিক মৃধা বেলাল। তিনি গত ১৩ বছর যাবত বিভিন্ন জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশনে ধারাবাহিক ভাবে কাজ করে আসছেন, অন্যায় অপরাধের সাথে সব সময়ই আপোষহীন এক কলম যোদ্ধা হিসেবে সাংবাদিকতা ক্যারিয়ারে বেশ সুনাম কুড়িয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় সাংবাদিক ক্লাব আয়োজিত এক সাধারন সভায় ক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, উক্ত কমিটিতে মৃধা বেলাল কে ১ নং যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচত করা হয়েছে। মৃধা বেলাল বরগুনা জেলার আমতলী উপজেলাধীন কুকুয়া ইউনিয়নের রহমতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। একাধারে তিনি একজন জনপ্রিয় কবি, নাট্য নির্মাতা, স্বদেশ ভিশন এন্টারটেইনমেন্ট (স্বদেশ ভিশন মিডিয়া লিঃ) এর চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফাউন্ডেশন (বিএসওএফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি। মৃধা বেলাল এই প্রতিবেদককে জানান, আমার কর্মস্থল ঢাকা হলে আমি আমতলী উপজেলার বাসিন্দা তাই আমতলী সাংবাদিক ক্লাবের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমতলী সাংবাদিক ক্লাব ও আমতলী উপজেলা প্রেসক্লাবে এর সংশ্লিষ্ট সকলকে তথা দেশবাসীর কাছে দোয়া এবং সহযোগিতা প্রার্থণা করছি, আমি যেন সততার সাথে মহান এই দায়িত্বটি যথাযথভাবে পালন করতে পারি।