নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুর জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব এবং সভাপতি প্রার্থী সাহাব উদ্দিন সাবুর প্রচারণার ফেস্টুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় মাদাম ব্রিজসহ বিভিন্ন স্থানে এসব ফেস্টুন ভাঙচুর করা হয়।
নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার ছবি প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন সাহাব উদ্দিন সাবু। তিনি অভিযোগ করে বলেন, “আমি ১/১১ থেকে শুরু করে বিএনপির কঠিন সময়গুলোতে দলের নেতা-কর্মীদের ছেড়ে যাইনি। বারবার হামলা-মামলার শিকার হয়েছি। এমনকি ২০১৩ সালে র্যাবের গুলিতে আমার পা মারাত্মকভাবে জখম হয়। অসংখ্য নির্যাতন সহ্য করেও বিএনপির রাজনীতি করেছি। এখন দলের ভালো সময় আসতেই আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া চলছে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর পর্যায়ের ভোটের পর আগামীতে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এরই অংশ হিসেবে ফেস্টুন টানানো হলেও তা ভাঙচুর করা হয়েছে।
সাহাব উদ্দিন সাবু ফেসবুক পোস্টে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “এই সময়ে আমার বিরুদ্ধে যদি এমন ষড়যন্ত্র হয়, তবে করণীয় ঠিক করবে জেলার বিএনপি নেতা-কর্মীরা।”
স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিদ্বন্দ্বিতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।