স্টাফ রিপোর্টারঃ- ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে নাসিক ২২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার ৭ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে বন্দর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা একটা একটা লীগ ধর ধইরা ধইরা জবাই কর, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন। বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও নাসিক ২২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসরদের কোন রাজনৈতিক কর্মসূচি করার অধিকার নাই, তার পরে-ও কেউ যদি কোন নৈরাজ্য করতে আসে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে, আমরা বন্দরবাসী আওয়ামীলীগের সকল নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত আছি। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, যুবদল নেতা মিঠু, বন্দর থানা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রিপন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল শিকদার, ২২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম, বন্দর থানা বিএনপি নেতা মামুন, বন্দর থানা বিএনপি নেতা ডিউক সিকদার, ২২ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা পবন, ২২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক গৌরব, ২২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিক আহমেদ সিদ্দিক সহ বন্দর থানা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।