প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও দুপ্তারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -২ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লা গণসংযোগ করা কালে সন্ত্রাসী শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, ঈমন, তরিকুল ও আবুল হোসেনের নেতৃত্বে গণসংযোগে হামলা করা হয়েছে।
এসময় সন্ত্রাসীদের হামলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল হোসেনসহ ৫ জন কর্মী আহত হয়।
গণসংযোগে সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ ও
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা বলেন, জনাব ইলিয়াস মোল্লা জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং আড়াইহাজারের জনপ্রিয় জননেতা। তার গণসংযোগে বাধা প্রদান ও হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
যুক্ত বিবৃতিতে তারা আরো বলেন, ০৫ আগষ্ট ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পর জনগণের প্রত্যাশা হচ্ছে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং একটি সহনশীল পরিবেশ বিরাজ করবে। কিন্তু জুলাই বিপ্লবের পরও ফ্যাসিবাদী কায়দায় গণসংযোগে বাধা প্রদান, হামলা ও আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।
তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বার্তা প্রেরক
হাফেজ আবদুল মোমিন
মহানগরী মিডিয়া সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ মহানগরী