কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামকে সিনিয়র সহকারী সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয় বদলি করা হয়েছে। গত ১৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।এ প্রজ্ঞাপনে বলা হয় আগামী ২২ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। অন্যথায় স্টান্ড রিলিজ করা হবে।
এ বদলীর খবরে ইউএনও কতৃক ক্ষতিগ্রস্ত কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মঙ্গলবার রাত পৌনে ১০ টায় ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, মসজিদের মুসুল্লিরা জড়ো হয়ে এ মিছিল বের করে। মিছিলটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে ইউএনওর বদলী ও বিচারের দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, মসজিদের মুসুল্লিরা ঝাড়ু মিছিল, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করেন।