সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের বদলী প্রত্যাহারের দাবিতে সুশীল সমাজ ও সর্বস্তরের নাগরিক মানববন্ধন ও সমাবেশ করেছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে পাঁচ শতাধিক
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান পৌর বিএনপির ১ নম্বর সদস্য মো. রফিকুল ইসলাম খান, পৌর বিএনপির সহসভাপতি মো. মনিরুজ্জামান নেছার রাড়ী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মো. ইউসুফ সিকদার ও মো. জাকির হোসেন মৃধা প্রমুখ। বক্তারা অবিলম্বে মানবিক গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের বদলী প্রত্যারের দাবি জানান ঊর্ধ্বতন প্রশাসনের কাছে। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও বক্তারা হুশিয়ারি দেন।