৫ আগষ্ট ২০২৫, জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার তারুণ্যের বিজয় যাত্রা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে খানপুর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবারও খানপুর হাসপাতাল মোড়ে এসে পদযাত্রাটি শেষ হয়।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি’র সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক – সুজন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, দলিত নারী উন্নয়ন সংস্থা’র সভাপতি সনু রানী দাস, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা মোহাম্মদ জারিফ অনন্ত, বুবলী যুব কল্যান সংস্থার সভাপতি বুবলী আক্তার, সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন তমা এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট কো-অর্ডিনেটর এবং সদস্যগণ।
পদযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান মালিকানা এদেশের ছাত্র ও জনতা সবার। অভ্যুত্থানকালীন অনেক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে গেছে, কিন্তু কোন প্রকার ক্রেডিটবাজি করার চেষ্টা করেনি। কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণির মানুষ আজ জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করে বসে আছে। কিন্তু এই অভ্যুত্থানের কোন একক স্টেকহোল্ডার নেই, এই অভ্যুত্থানের স্টেকহোল্ডার আপামর জনসাধারণ।
জনগণের অবদানকে অস্বীকার করার এই অপচেষ্টার জন্যই আমরা অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত সাফল্য পাইনি, নতুন বাংলাদেশ গঠন করতে পারিনি। আমাদের প্রত্যাশা থাকবে এদেশের রাজনৈতিক দলগুলোর সুবুদ্ধির উদয় হবে, তারা অভ্যুত্থানে জনগণের মালিকানাকে যোগ্য মূল্যায়ন করবে এবং জনগণও তাদের অভ্যুত্থানের ন্যায্য হিস্যা বুঝে নিবে এবং নতুন বাংলাদেশ বিনির্মানে অবদান রাখবে।