দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইলেকট্রনিক শক ব্যবহার করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
অভিযানে নিষিদ্ধ ১৫ সেট চায়না দুয়ারী জাল, ২০ হাজার মিটার মশারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ৫ কেজি মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-
১. মো. উজ্জল (জোতপাড়া)
২. বাবু মিয়া (খাষকাউলিয়া)
৩. নুর ইসলাম (শাহজানী)
৪. মালেক (শাহজানী)
৫. রউফ (শাহজানী, নাগরপুর)
৬. রিপন মিয়া (খাষকাউলিয়া)
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “কারেন্ট শক দিয়ে যারা মাছ শিকার করেন তারা দেশের শত্রু। মৎস্যসম্পদ রক্ষায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম, এবং চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আনসার ও বিডিপি সদস্যরা।