গত ০৯/১১/২০২৫ ইং তারিখে রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় বন্দর থানাধীন বন্দর এলাকার হইতে আমাদের দলীয় কিছু নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পারে যে, ১নং বিবাদী আমাদের ইসলামী আন্দোলন। বাংলাদেশ এর আমীরকে কেন্দ্র করিয়া নানা ধরনের অপমান জনক ও উসকানিমূলক পোস্ট করা হয়।
পরবর্তীতে আমরা বিষয়টি দেখে বিবাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টটি ডিলিট করতে অনুরোধ করলে বিবাদী আমাদের উল্টো নানা ধরনের হুমকি প্রদান করে সহ ভয়ভীতি পোষ্ট প্রদান করে। যাহার আইডি দেখায়। আমরা বিবাদীর মোবাইল নাম্বার (০১৯৬৬-০০৬৮৮৬) ফোন দিয়া পোষ্ট ডিলিট করতে বললে বিবাদী আমাদের সাথে খারাপ আচরন সহ নানা ধরনের হুমকি প্রদান করে। বিবাদীর এমন কর্মকান্ডে আমাদের দলীয় সম্মানহানী হয় এবং বিবাদী যে কোন সময় আমাদের দলের নেতা-কর্মীদের বড় ধরনের ক্ষতি করতে পারে বলিয়া আশঙ্কা করছি। বিষয়টি আমি দলীয় নেতা কর্মীদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ করিতে বিলম্ব হইল।
বন্দর থানায় আমি মোঃ রাকিব হোসেন (৩৫), (সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা পশ্চিম), পিতা- মৃত মোঃ শাহআলম, সাং-নোয়াদ্দা, নবীগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। বিবাদী ১। ইসমাইল সরকার (৩৩), পিতা- সেলিম সরকার, সাং- বন্দর কলাবাগ, থানা-বন্দর, জেলা- নারায়নগঞ্জ সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এই মর্মে একটি অভিযোগ দায়ের করি।
পোস্ট লিংক: https://www.facebook.com/share/p/1CAT5MDAdD/,