বন্দর প্রতিনিধি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, উত্তরা ক্যাম্পাসের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আহম্মদ আলী। বুধবার (২৩ জুলাই) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় যুবদল নেতা আহাম্মদ আলী বলেন,নিষ্পাপ শিক্ষার্থীদের প্রাণহানির এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। সম্ভাবনাময় তরুণ প্রাণগুলোর অকাল মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
ঘটনার প্রাপ্ত তথ্যমতে, দুর্ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আহত হয়েছেন আরও অনেকে।