দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুইমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফায়েল আহমেদ,
প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকান্ত সেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী, বক্তাগন বলেন, পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জানতে পেরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ঘৃন্য চক্রান্তে লিপ্ত হয়। যেসব বুদ্ধজীবী শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে শহীদদের আত্মত্যাগকে শক্তি হিসেবে নিয়ে দেশ এগিয়ে যাবে বলে আশা করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক নেতৃবৃন্দ উপস্হিতি ছিলেন।