পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ লিয়ার হোসেন লিওন তালুকদার প্রকাশকাল: ১৯ মার্চ ২০২৫ পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটিকে গঠন। সভাপতি মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ এমদাত হোসেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত করা সভাপতি মোঃ হাবিবুর রহমান (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত করা হয়) শিক্ষক প্রতিনিধি মোঃ এমদাত হোসেন (জেলা শিক্ষা অফিসার কতৃক মনোনীত করা হয়) অভিভাবক প্রতিনিধি মোঃ জালাল আহম্মদ (জেলা প্রশাক/উপজেলা নির্বাহী অফিসার কতৃক মনোনীত করা হয়) এবং পদাধিকার বলে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাহফুজ রহমানকে সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয়। উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহফুজ রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এডহক কমিটি গঠনের পরবর্তী ছয় মাসের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।